হোম > সারা দেশ > নোয়াখালী

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পয়লা বৈশাখের মেলায় ঘুরতে এনে লাকি বেগম (১৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিউদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি বেগম স্বামীর সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকায় বেদেপল্লিতে থাকতেন।

পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে তাঁদের সঙ্গে মনমালিন্য চলছিল। সোমবার বিকেলে পয়লা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলেন সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজ এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় আসেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুজন নাগরদোলায় ওঠেন। নাগরদোলায় থাকা অবস্থায়ই চাকু দিয়ে লাকির গলা কেটে দেন শাকিব। টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকা'কে বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর পড়ুন:

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার