হোম > সারা দেশ > চট্টগ্রাম

তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার, প্রবাসী সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে ইউটিউব ও ফেসবুকে মিথ্যা এবং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 

গতকাল রোববার চট্টগ্রাম নগরের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মো. আরিফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। 

মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের। তিনি বলেন, রোববার রাতে আটজনকে আসামি করে মামলাটি রেকর্ড করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। 

পুলিশ বলছে, মামলায় আসামি করা হয়েছে নাজমুস সাকিব নাগরিক টিভি (অনলাইন টিভি), এইচএম কামাল, আজাদ শাহাদাত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম ও মো. হাজী হারুনুর রশীদকে। এ ছাড়া লিংকগুলোতে যাঁরা লাইক, কমেন্ট ও শেয়ার করেছেন তাঁদেরকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন বাদী তাঁর ৬-৭ জন বন্ধুসহ চকবাজারে একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে, হেয়প্রতিপন্ন, মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, মিথ্যা তথ্য উপস্থাপনপূর্বক ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মন্ত্রীর ছবিসহ নাম উল্লেখ করে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখতে পান। 

বাদীর অভিযোগ, প্রকৃতপক্ষে উল্লেখিত ছবি সংবলিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। আসামিরা ব্যবহৃত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনপূর্বক ভিডিও ও স্ট্যাটাসের মাধ্যমে চরিত্র হনন, কুৎসা রটানো ও অন্যায়ভাবে চাঁদাবাজি করাই তাঁদের পেশা। তাঁরা ইতিপূর্বে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য উপস্থাপনপূর্বক অপপ্রচার চালিয়েছেন। 

এজাহারে উল্লেখ করা হয়, প্রকৃত অর্থে এটা কোনো টিভি চ্যানেল নয়, একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাঁদের উল্লেখিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রকৃত নাগরিক টিভি কর্তৃপক্ষ আসামি কর্তৃক পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সঙ্গে কোনো সম্পর্ক নেই মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রচার করেছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি