হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বাবার দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ স্ত্রী হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলে ও মেয়েকে ঘরে আটকে রেখে পেট্রল ঢেলে ঘরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম কামাল হোসেন। এতে তাঁর সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও আবদুর রহমান নামের তিন বছরের এক ছেলে দগ্ধ হয়ে মারা গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত কামালকে আজ মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ। তিনি পেশায় অটোরিকশাচালক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হন। মাদক সেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায় সময় তাঁর ঝগড়া হতো। ঘটনার সময় স্থানীয়রা শোরগোল শুনে ছুটে এসে দেখেন ঘরের দরজা বাইরে দিয়ে তালা দেওয়া। আর ভেতরে আগুন জ্বলছে।

তাঁরা দরজা খুলে আগুন নেভানোর আগেই কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হন কামালের স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। পরে তাঁদের প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলে আবদুর রহমান মারা যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, কামালকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। আগুনে পুড়ে ছেলে-মেয়ে দুজন মারা গেছে। তাঁর স্ত্রী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির