হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে আগুনে ২ শিশুর মৃত্যু, ২০ জনের বিরুদ্ধে মামলা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনী শহরের বিরিঞ্চিতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহতদের বাবা বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। 

এর আগে পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার শহরের বিরিঞ্চি এলাকার ফকিরবাড়িতে মুহাম্মদ রনি হোসেন নামে এক ব্যক্তির বসতঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬) নামে দুই শিশু দগ্ধ হয়ে মারা যায়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইলাম চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তারে করে আইনের আওতায় আনা হবে।’ 

বাদী মুহাম্মদ রনি হোসেন বলেন, ‘কিছুদিন আগে আমাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি, আনোয়ার, বাদল, জয়নাল, ফারুক ও আরাফাত তাদের স্বজন হোনা মিঞার লাশ দাফন করতে গেলে কথা-কাটাকাটি হয়। এরপর থেকেই দফায় দফায় আমাদের দেখে নেওয়ার হুমকি দেয় তারা। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।’ 

ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মর্মান্তিক এ ঘটনাটিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, না দুর্ঘটনা তা যাচাই করার জন্য পুলিশের পাশাপাশি পিবিআইর একটি দল কাজ করছে। এ ছাড়া সিআইডি এবং পুলিশের বেশ কয়েকটি দল তদন্ত করছে।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও