হোম > সারা দেশ > নোয়াখালী

ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আইমন (২০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে। আটককৃতরা হলেন, পৌর করিমপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ পাভেল (২১), একই এলাকার বাচ্চুর ছেলে রাকিব (২০) ও আজাদের ছেলে নিরব (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেটের সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে জুতার ব্যবসা করতেন আইমন। সন্ধ্যায় আটককৃত তিনজন জুতা কিনতে আসলে দাম নিয়ে আইমনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে একটি ছোরা দিয়ে আইমনের বুকে জখম করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইমনকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা মাদক মামলায় কয়েক দিন কারাগারে ছিলেন। 

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট