হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির এক সমর্থকের মৃত্যু হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও সাতজন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে। 

নিহত ব্যক্তির নাম মো. সিদ্দিকুর রহমান (৪৫)। তিনি সাইচাপাড়া গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন। তিনি বিএনপির সমর্থক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির সমর্থক মো. সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। 

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই খানে সকাল ১০টার দিকে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫