হোম > সারা দেশ > কুমিল্লা

‘জামাল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে’

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা ঘটনার তদন্তকাজ সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতা দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে এ কথা জানান পুলিশের এ কর্মকর্তা।

হত্যার রহস্য উদ্‌ঘাটনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আমাদের সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতা দিয়ে মামলাটির দ্রুত তদন্ত করব। এ মামলায় তদন্তকালে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের প্রত্যেককে অভিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনব।’ আর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দলও মাঠে কাজ করছে।

এ সময় পুলিশ সুপার (সিআইডি) জাকির হোসেন, র‍্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) উপপরিচালক মেজর মোহাম্মদ শাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এনামুল হক, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. মহসিন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নিহত হন। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫