হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

স্বামীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া নারী ফেনীতে গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অপরাধে গত ১১ এপ্রিল দেলু বেগমকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ঘটনায় পলাতক অবস্থায় গতকাল শুক্রবার রাতে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

দেলু বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার কালীদাস গ্রামের মহরম আলী মোহনের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চণ্ডীপুর এলাকার আব্দুল খালেকের মেয়ে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘দেলু বেগমকে আজ শনিবার লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মোহাম্মদ সাদেকুল জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩০ মার্চ রাতে স্বামী মহরমকে শ্বাসরোধে হত্যা করেন দেলু। পরদিন মহরমের মা জাহানারা বেগম বাদী হয়ে পুত্রবধূ দেলুকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দেলুকে গ্রেপ্তার করে। তিন মাস কারাগারে থাকার পর জামিন পেয়ে আত্মগোপনে যান তিনি। 

মামলার তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর দেলুকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত চলতি বছরের ১১ এপ্রিল দেলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানায় র‍্যাব।

আদালতের রায়ের পর আসামি দেলুকে ধরতে অভিযানে নামে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত