হোম > সারা দেশ > কক্সবাজার

বিশ্ব শান্তির জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যুবকের পদযাত্রা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বিশ্ব শান্তির লক্ষ্যে ‘ওয়াক ফর পিস’ শিরোনামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন এস মুরাদ জুবায়েদ (৩৪) নামের এক যুবক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদযাত্রা তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন।

আজ সোমবার বিকেল ৪টায় টেকনাফ জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করেন মুরাদ। পেশায় মুরাদ একজন উদ্যোক্তা। তিনি গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মাত্র ২০ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর। এ সময় তিনি ‘নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলি, দেশ পরিষ্কার রাখি ও আদর্শ নাগরিক হই’—এই তিনটি নীতিবাক্য ব্যবহার করছেন। পদযাত্রায় তাঁকে নিরাপত্তা ও দেখভাল করার জন্য চালকসহ দুজন রয়েছেন। একটি ছোট কাভার্ডভ্যানও তাঁর সঙ্গে রয়েছে।

মুরাদ জুবায়েদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য মূলত এ পদযাত্রা। এর আগে এত অল্প সময়ে কেউ রেকর্ড করেনি। ৭-২৬ মার্চ, মাত্র ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়া পৌঁছে রেকর্ড করবেন বলে তিনি আশাবাদী। একদিনে একটি করে মোট ২০টি স্লোগানে এ পদযাত্রার শিরোনাম দেওয়া হয়েছে ওয়াক ফর পিস।

জুবায়ের জানান, সোমবার জ্যামে পড়ে টেকনাফে পৌঁছাতে সময় চলে যায়। তারপরও আজ তিনি ২০-৩০ কিলোমিটার হেঁটে গাড়িতে অবস্থান করবেন।

এ কার্যক্রমে তাঁকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অক্সিজেন নামের এক প্রতিষ্ঠান। বাকিটা তিনি নিজ খরচে এ কার্যক্রম পরিচালনা করছেন।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী