হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের অবরোধ, সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ির দীঘিনালা, রামগড়সহ জেলার বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খাগড়াছড়ির দীঘিনালা, রামগড়সহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। অবরোধ চলাকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। তবে খাগড়াছড়ি জেলা সদরে স্বল্প পরিসরে ব্যাটারিচালিত টমটম চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। দুই একটি জায়গায় পিকেটিং চলছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এখন পর্যন্ত বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা নেই। অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অবরোধে খাগড়াছড়ির সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, বুধবার জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফের (প্রসিত) তিন সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী