হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম 

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষক মনিরুজ্জামান টুটন অষ্টগ্রাম উপজেলার আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি অষ্টগ্রামের বর্ধমানপাড়া ফকিরহাটি গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম সদর ইউনিয়নের কলাপাড়ায় এক স্কুলছাত্রীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করত ঝুটন মিয়া (২০) নামে এক যুবক। শিক্ষক মনিরুজ্জামান টুটন (২৩) বখাটে ঝুটনকে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বুধবার) সকালে কলাপাড়া রাস্তায় একা পেয়ে শিক্ষক টুটনকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন ঝুটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

আহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন লুটন জানান, ‘ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে বাঁশ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে বখাটে ঝুটন।’ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড