হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধর, সেই যুবক ডিবি হেফাজতে 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরে নেতৃত্ব দেওয়া যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মো. ফারুকুল ইসলাম নামের ওই যুবককে আটক করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে ওই নারীকে হেনস্তা ও মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়।

আটক যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদ্রাসার ছাত্র।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তাঁকে শুক্রবার রাতে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়টি ওই যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কিছু যুবক ঘিরে ধরে কান ধরিয়ে ওঠবস করাচ্ছেন। এ সময় লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছিলেন আটক যুবক মো. ফারুকুল ইসলাম। এ সময় ফারুক ওই নারীকে শাসাতে থাকেন। নারীকে ঘিরে থাকা উপস্থিত অনেককেই এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে কান ধরে ওঠবস করতে ওই নারী অপারগতা জানালে ফারুকল তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক