হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধর, সেই যুবক ডিবি হেফাজতে 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরে নেতৃত্ব দেওয়া যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মো. ফারুকুল ইসলাম নামের ওই যুবককে আটক করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে ওই নারীকে হেনস্তা ও মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়।

আটক যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদ্রাসার ছাত্র।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তাঁকে শুক্রবার রাতে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়টি ওই যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কিছু যুবক ঘিরে ধরে কান ধরিয়ে ওঠবস করাচ্ছেন। এ সময় লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছিলেন আটক যুবক মো. ফারুকুল ইসলাম। এ সময় ফারুক ওই নারীকে শাসাতে থাকেন। নারীকে ঘিরে থাকা উপস্থিত অনেককেই এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে কান ধরে ওঠবস করতে ওই নারী অপারগতা জানালে ফারুকল তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের