হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ‘ট্রেনের নিচে মাথা দিয়ে প্রবাসীর আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুল বাশার দুলাল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার চৌমুহনী রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাশার দুলাল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে।

তবে স্থানীয় লোকজন বলছে, আবুল বাশার দুলাল নিজেই রেললাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তারা জানায়, গতকাল রাতে কুমিল্লা থেকে সমতল এক্সপ্রেস ট্রেনটি সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। রাত ৮টার দিকে ট্রেনটি চৌমুহনী স্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে থাকা এক ব্যক্তি লাইনের ওপর শুয়ে পড়েন। তাতে ট্রেনে তাঁর শরীর কাটা পড়ে।

রেলওয়ে পুলিশ জানায়, দুলাল প্রায় ২৪ বছর ধরে কাতারে থাকেন। মাঝেমধ্যে দেশে এসে ঘুরে যেতেন। চার মাস আগে তিনি দেশ থেকে কাতারে যান। গতকাল সোমবার সকালে পরিবারের কাউকে না জানিয়ে তিনি দেশে আসেন। বাসে ঢাকা থেকে চৌমুহনী এসে বাড়ি না গিয়ে চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করেন। পরে ট্রেন এলে রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড