হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনসা পূজা ঘিরে কাপ্তাইয়ে কদর বেড়েছে পাহাড়ি ছাগলের

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

সনাতনী সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে পাঠা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের। এ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট। 

আজ রোববার সকালে রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, ছাগল কিনতে দূর দুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশি বিক্রি হতে দেখা গেছে। 

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রি করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েক বছর ধরে ছাগল পালন করছেন। প্রতি বছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রি করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রি করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা তাঁর। 

ছাগল বিক্রেতা, ইসমাইল, উচিমং, কাদেরের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এ বছর পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাচ্ছেন। এ ছাড়া মাঝারি আকারের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশি। 

অন্যদিকে ছাগল কিনতে আসা চন্দ্রঘোনার বাসিন্দা সুনীল দে, রবি দাশ, রাঙ্গুনিয়ার বাসিন্দা অজয় চৌধুরী, ত্রিদিপ বনিকসহ কয়েকজন ক্রেতা জানান, তাঁরা প্রায় প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায়। এই হাটে বিক্রি করতে আনা বেশির ভাগ ছাগলই সাধারণত পাহাড়ের বাড়িগুলোতে লালন-পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারোহ থাকলেও দাম অত্যধিক চড়া বলে তাঁরা জানান। 

রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার বলেন, কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী একটি হাট এটি। যেখানে প্রতি বছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এ সময়ে জমজমাট ছাগলের হাট বসে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছেন।

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪