হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে মারিয়া আক্তার (১১) ও মিরাজ হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ছোট আলমপুর দত্ত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন। 

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নিহতরা হচ্ছে দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার মাদ্রাসা পাড়া এলাকার মো. সুমন মিয়ার কন্যা মারিয়া আক্তার (১২) এবং রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মারুফ সরকারের ছেলে মো. মিরাজ (৫)। তারা ছোট আলমপুর ভাড়া বাসায় বসবাস করত। নিহত মারিয়া দেবীদ্বার মফিজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়, দেবিদ্বার মাদ্রাসা পাড়ার মো. সুমন মিয়া ও মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মারুফ মিয়া ছোট আলমপুরের দত্তর বাড়িতে একই বাসায় ভাড়া থাকেন। আজ বুধবার দুপুরে দত্ত বাড়ির পুকুরে সুমন মিয়ার ছোট মেয়ে মারিয়া আক্তার (১১) ও মারুফ মিয়ার একমাত্র ছেলে মিরাজ হাসান (৫) সাঁতার শিখতে যায়। পুকুরে মিরাজ ও মারিয়া বোতল নিয়ে পুকুরে সাঁতার শিখতে নামে, বোতল থেকে মিরাজ ছিটকে গেলে মারিয়ার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। পুকুরে গভীরতার কারণে মারিয়া ও মিরাজ দুজনেই তলিয়ে যায়। তাদের দুজনকে পানির নিচে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজি করে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত মারিয়ার বাবা সুমন মিয়া বলেন, আমি ছাদে কাজ করছিলাম। মেয়ে তার খালাতো ভাইকে নিয়ে সাঁতার শিখবে বলে বোতল নিয়ে বের হয়ে আসে। পরে তাদের খোঁজাখুঁজি করে পুকুর থেকে লাশ উদ্ধার করি।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫