হোম > সারা দেশ > কুমিল্লা

আতঙ্কের মধ্যেও ভোটার উপস্থিতি বাড়ছে

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

সকাল থেকে ভোটকেন্দ্রগুলো অনেকটা ফাঁকাই ছিল। সেই সঙ্গে একটি গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে যায় সর্বত্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। এই চিত্র প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের।

আজ শনিবার সকাল ৮টা থেকে ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলো প্রায় ভোটারশূন্য থাকলেও ১১টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করলেও কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন ভোটাররা। 

দুপুর ১২টার দিকে কুমিল্লা সিটির ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের মাঝারি সারি। কেন্দ্রের বাইরেও ভোট দিতে চাওয়া মানুষের আনাগোনা দেখা যায়। 

শারমিন সুলতানা নামের এক নারী ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাঞ্জাম হইলেও ভোট দিতে আসছি। আমার ভোটটা তো দিতে হবে।’ ফজলু মিয়া নামের আরেক ভোটার বলেন, ‘সকাল থেকে ব্যস্ত ছিলাম। এখন কাজ শেষ করে ভোট দিতে আসছি।’ 

বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪১টি। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ২০৬ জন। 

অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহেল জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই কেন্দ্রের ভোট পড়েছে ৬০৪টি।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫