হোম > সারা দেশ > নোয়াখালী

বর আসার আগেই কনের বাড়িতে পুলিশ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বরযাত্রীকে বরণ করার জন্য তৈরি করা হয় তোরণ। বাড়ির উঠানে প্যান্ডেল করে এক পাশে তৈরি করা হয় বরের বসার স্থান। বাবুর্চিরা ব্যস্ত রান্নার কাজে। দুপুরে বরসহ অতিথিরা আসবেন। কিন্তু এর আগেই পুলিশ গিয়ে সব পণ্ড করে দেয়। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বিয়ের সব আয়োজন। আজ রোববার সকালে নোয়াখালীর হাতিয়ায় এ ঘটনা ঘটেছে।

কনে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। বর মো. শরীফ চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রীসহ তিন শতাধিক অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়। ডেকোরেশন ভাড়া করে বিশাল প্যান্ডেল তৈরি করা হয় বাড়ির উঠানে। বাড়ির দরজায় তৈরি করা হয় বর্ণিল তোরণ। কিন্তু বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে বরের স্টেজসহ প্যান্ডেলের সব নামিয়ে ফেলতে বলে। পুলিশ দেখে প্রথমে কনের বাড়ির সবাই পালিয়ে গেলেও পরে এসে বিয়ের সব আয়োজন বন্ধ করার মুচলেকা দেয়।

স্থানীয় নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনছুর উল্লা শিবলী বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কনের বাড়ি যান তিনি। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতে কনের জন্মনিবন্ধন দেখে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের বাবা লিখিতভাবে মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন, সকালে স্থানীয় লোকজন মোবাইল ফোনে বাল্যবিবাহের বিষয়টি জানায়। তা বন্ধে প্রথমে পুলিশ পাঠানো হয়। পরে ইউপি চেয়ারম্যানকে পাঠিয়ে বিয়ের সব কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড