হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ জুলাই জেলার দাউদকান্দি উপজেলার খালিশা মোহাম্মদীয়া মিসবাউল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে পরিচালক নাছির উদ্দিন পাটোয়ারী তাঁর ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে তিনি ধর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শিশুটি এ সময় চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেন নাছির উদ্দিন। পরে বাড়ি ফিরে সে কান্নাকাটি করে এবং তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরদিন ওই শিশুর মা বাদী হয়ে নাছির উদ্দিনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করে। নাছির কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের বাসিন্দা। তাঁকে থানা-পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল