হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

আজ শুক্রবার রাতে এতথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

তিনি বলেন, ‘২৮ মার্চ দিবাগত রাতে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে সদর উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ পদ্মা মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।’ 

ওই সময় জাটকা ধরার অপরাধে দুলাল গাজী (২৮), মো. রিয়াজ হোসেন (৫৫), সেলিম গাজী (৫৫), মো. বিল্লাল জমাদ্দার (৩৫) ও আলম হোসেনকে (৩২) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে কারাদন্ড প্রদান করেন। এ সময় জেলেদের কাছ থেকে ৫০০ মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। 

অপরদিকে আজ শুক্রবার বিকেলে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় মো. সোহেল রানা (২০), রাজু (১৯), দেলোয়ার হোসেন (২২), রায়হান (১৯), শরীফ হোসেন (২১), নোয়াব রাঢ়ী (২০), মো. জাহিদুল ইসলাম (১৯), বাবু রাঢ় কে (২০) আটক করা হয়। 

এ সময় জেলেদের কাছ থেকে ৬০০ মিটার কারেন্টজাল, ২০০ পোনা জাল, ৫টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আটক ৮ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি