হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণেরে অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগী নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন।

অভিযোগে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে আদালত এলাকা থেকে ওই নারীকে একদল যুবক তুলে নিয়ে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।  ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

মামলার এজাহারে তিনি বলেছেন, সোমবার বেলা ২টার দিকে কক্সবাজার শহরের আদালত পাড়ার মসজিদ মার্কেটে তার আইনজীবীর চেম্বারের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। তারপর উত্তর বাহারছড়ায় এক বাড়িতে আটকে রেখে পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সুযোগ পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে ‘ধর্ষণকারীরা’ পালিয়ে যান। পরে তাকে পুলিশ উদ্ধার করে বলে তিনি এজাহারে উল্লেখ করেন।

ওসি মুনীর-উল-গীয়াস বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

এদিকে আজ মঙ্গলবার প্রধান আসামি ফিরোজ আহমদ সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী। তার আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে তিনি আমাকে বিয়ে করেন। বিয়ের পর আমি প্রথম স্ত্রীর মতো তাঁকেও আলাদা বসতঘর তৈরি করে দিয়ে সংসার করে আসছিলাম। সম্প্রতি পারিবারিক কলহের সৃষ্টি হলে তাঁর (মামলার বাদী) বাবা-মা সমাধানের চেষ্টা চালান। 

 ফিরোজ আহমদ জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ওই নারীর সঙ্গে তার বিবাহ হয়। প্রমাণ হিসেবে তিনি একটি কাবিননামা উপস্থাপন করেন।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র