হোম > সারা দেশ > নোয়াখালী

জোয়ারের রাতে মেঘনায় তলিয়ে গেলেন নতুন জামাই

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যাওয়া মহিন উদ্দিনের (৩০) সন্ধান পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিঝুম দ্বীপের নামার বাজার এলাকায় নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

নৌ পুলিশ বলছে, নদীতে অবস্থান করা জেলেদের সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। 

মহিন উদ্দিন উপজেলার নিঝুম দ্বীপ ২ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত সাহাব উদ্দিনের জামাতা। তাঁর বাড়ি চট্টগ্রামে। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন মহিন উদ্দিন। 

স্থানীয়রা বলছেন, মহিন উদ্দিনের শ্বশুরবাড়ি নদীর পাশে। ঘটনার দিন তিনি বাড়ি থেকে হাহুত্তা জাল (হাত জাল) দিয়ে মাছ ধরার জন্য নদীতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ জোয়ারের ঢেউ এলে তিনি পড়ে গিয়ে ডুবে যান। এ সময় পাশে নৌকা নিয়ে অবস্থান করা জেলেরা দেখে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর ব্যবহার করা জালটি পেলেও তাঁকে পাওয়া যায়নি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিঝুম দ্বীপের ২ নম্বর ওয়ার্ডের নবীর মাঝির ছেলে মোবারক জানান, মহিন উদ্দিন নদীতে তাঁদের পাশেই জাল দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ জোয়ারের তীব্রতায় তিনি ডুবে গিয়ে আর উঠতে পারেননি। পাশ থেকে তাঁরা এসে অনেক খোঁজ করেও মহিন উদ্দিনের পাননি। পরে বাড়িতে ফিরে নিখোঁজ সংবাদ দিয়েছেন তাঁরা। 

মোবারক আরও জানান, স্বাভাবিক নিয়মে প্রথম যে রাতে জোয়ার আসে তখন সতর্ক থাকতে হয়। এ সময় অনেক উচ্চতায় পানি এসে অনেক সময় জেলের নৌকা পর্যন্ত উল্টে দেয়। মহিন উদ্দিন এই নদীর জন্য নতুন হওয়ায় তিনি বুঝে উঠতে পারেননি। 
 
নিঝুম দ্বীপ ২ নম্বর ওয়ার্ডের সদস্য কেফায়েত উল্যাহ জানান, রাতে ও দিনে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি মহিন উদ্দিনের। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। মহিন উদ্দিন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। তাঁর স্ত্রী শাহিনুর চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করার সুবাদে দুজনের পরিচয় ও বিয়ে হয়। ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। অনেকটা শখের বসে নদীতে মাছ শিকারে গিয়েছিলেন তিনি। 

এ বিষয়ে নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হালিম বলেন, ‘সকাল থেকে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। নদীতে অবস্থান করা জেলেদের সঙ্গে কথা বলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিখোঁজ মহিন উদ্দিনের ভাই চট্টগ্রাম থেকে আসছেন।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার