হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে আ.লীগের সভাপতি আবার ২ দিনের রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি

নাছির উদ্দিন আহমেদ

আবারও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার চাঁদপুর সদর আমলি আদালতে তাঁকে হাজির করা হয়। আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।

সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২২ জুন নাছির উদ্দিন আহমেদকে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে চাঁদপুরে আনা হয়। ওই দিন তাঁকে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু জানান, নাছির উদ্দিন আহমেদ কোনো মামলায় এজাহারনামীয় আসামি নন। ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপুরে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি