হোম > সারা দেশ > কুমিল্লা

ধূমপান করায় কেন্দ্র ছাড়তে বাধ্য হলেন নৌকার প্রধান এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

ধূমপান করায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট আতিকুল্লাহ খোকনকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পরে নগরীর মডার্ন হাইস্কুল কেন্দ্রে থাকা চারটি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী এজেন্ট ও ব্যবসায়ী নেতা খোকন। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সঙ্গেও তিনি কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সীমা বের হওয়ার পরে ৩০ নম্বর কেন্দ্রের সামনে দাঁড়িয়ে খোকনসহ তাঁর সঙ্গে থাকা আরেকজন ধূমপান করতে থাকেন। এ সময় সেখানে থাকা কনস্টেবল তাঁকে উদ্দেশ্যে করে বলতে থাকেন, এখানে সিগারেট কেন খাচ্ছেন। বাইরে গিয়ে খান। এ সময় খোকন ওই কনস্টেবলকে কিছু বলতে চান। কনস্টেবল পরে আরও কিছু কথা বলতে থাকলে খোকনসহ অন্যরা ভোটকেন্দ্র থেকে বের হয়ে যান।

পরে ওই পুলিশ কনস্টেবল আজকের পত্রিকা’কে বলেন, ‘উনি কেন্দ্রের সামনে সিগারেট খাচ্ছিলেন। আমি তাঁকে নিষেধ করলাম। আমাকে বলল, উনি নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট। তখন আমি তাঁকে বললাম, আপনি যেই হোন না কেন, এখানে সিগারেট খাওয়া যাবে না। সিসি ক্যামেরা আছে।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

ওই কনস্টেবল বলেন, ‘ভোটকেন্দ্র ছাড়াও এটা তো স্কুল। এর এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া তো ঠিক না।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক