হোম > সারা দেশ > নোয়াখালী

৩ জেলায় ডাকাতি, জার্মান দম্পতিকে পিটিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

বরগুনার আমতলীতে আলমারি ভেঙে টাকা ও সোনা লুটে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল এক জার্মান দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম এবং ৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও তিনটি আইফোন লুট করে নিয়ে গেছে।

গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় এ ডাকাতি হয়। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে মুখোশ পরা ও অস্ত্রধারী ১০-১২ ডাকাত ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অধ্যক্ষসহ ঘরে থাকা মেহমান জার্মান দম্পতি রোকেয়া বেগম ও তাঁর স্বামী মি. রথি এবং বাড়ির দেখভালকারী আব্দুস সোবাহানকে পিটিয়ে জখম করে। অধ্যক্ষের হাত ভেঙে দেয়। পরে আলমারি ভেঙে টাকা ও সোনা লুটে নেয়।

এদিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতেরা ৪ ভরি সোনা, ১০ লাখ টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নেয়। তাদের হামলায় সালাউদ্দিন ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর বাড়িতে তছনছ করা আলমারি। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতের দল হানা দিয়েছে। আজ রোববার ভোরে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে শেখ সুলতান আহাম্মদের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করে নেয়।

তিনজন গ্রেপ্তার: কক্সবাজারের চকরিয়া পৌর শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ বাটাখালীর মোহাম্মদ হানিফ, কাহারিয়াঘোনা খন্দকারপাড়ার মোহাম্মদ নয়ন এবং একই গ্রামের মোহাম্মদ ইসমাইল। নয়ন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, ইসমাইল একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ও হানিফ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা