হোম > সারা দেশ > বান্দরবান

লামায় রোহিঙ্গা শিশুর দায়ের কোপে আরেক রোহিঙ্গা শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় এক রোহিঙ্গা শিশুর দায়ের কোপে সাদিয়া মনি (৬) নামে আরেক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত সাদিয়া মনি উপজেলার বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ার বাসিন্দা মো. ইদ্রিসের মেয়ে। তাকে আঘাত করা শিশুটি (১৩) একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইদ্রিসের মেয়ে সাদিয়া মনি ঘর থেকে খেলতে বের হয়। খেলাচ্ছলে পাশের বাড়ির শিশুটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে দা দিয়ে কোপ দেয়। তাতে ঘটনাস্থলেই সাদিয়া মনির মৃত্যু হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর উপজেলার ফাইতং ইউনিয়নে টাকার হিসাব নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আপ্রু ছিং মারমা বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঘটনার পর আঘাত করা শিশুটিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, আটক করা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা উভয়ে রোহিঙ্গা শিশু। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫