হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্ঘটনার কবলে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তবে তিনি গুরুতর আহত হননি। একই দুর্ঘটনায় গুরুতর আহত একজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় অংশ নেন ইউএনও। আজ সকালে সেখান থেকে বার্মিজ বোটে কর্মস্থলে ফিরছিলেন। দ্রুতগতির নৌকাটি সেগায়াছড়ি এলাকায় ডুবোচরে উঠে পড়ে। তাতে নৌকা থেকে ছিটকে পড়েন তিনসহ দুজন। এ সময় বোটচালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয় নৌকাচালকেরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা শিক্ষক মো. আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তিনি ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার সহকারী সার্জন চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, ইউএনওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি কর্মস্থলে ফিরে গেছেন। তাঁর সঙ্গে থাকা শিক্ষক আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বার্মিজ বোটটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই এটি হঠাৎ ডুবোচরে উঠে যায়। তাতে আমরা নৌকা থেকে ছিটকে পড়ি।’

উল্লেখ্য, শলক নামের কর্ণফুলীর এই শাখা নদীতে প্রচুর ডুবোচর রয়েছে। যেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু নদী থেকে এসব ডুবোচর অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প