সীতাকুণ্ডে যত্রতত্র অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার পন্থিছিলা, বারৈয়াঢালা ও পৌরসদর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।