হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

৫০ কেজি জাটকা জব্দ, ১২ জেলেকে জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা। 

আটককৃত জেলেরা হলেন, নিজাম উদ্দিন, নিরব হোসেন, রিয়াদ হোসেন, শাহজাহান, সজিব হোসেন, সাহাবুদ্দিন, সবুজ হোসেন, হেজু ইসলাম, লিটন মাঝি, শিপন হোসেন ও জামাল হোসেন। তাঁদের সবার বাড়ি কমলনগর ও সদর উপজেলায়। 

এর আগে, সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনার মতিরহাট, লুধুয়া, চরকালকিনি, মজুচৌধুরীরহাট এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্য বিভাগ, নৌ–পুলিশ মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ৫০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছি। প্রতিদিন কয়েক ভাগে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করা হয়। ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় শতাধিক অভিযান পরিচালনা করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ 

উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। 

এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল–জরিমানার বিধান রাখা হয়েছে।

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার