চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদ্রাসার আবাসিক ভবনের কক্ষ থেকে মো. আতিক হোসেন (১৭) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর অলি ফয়েজ ইসলামিয়া এতিমখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর মোল্লাগ্রাম এলাকার মৃত অলি উল্লাহর ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার সহকারী সুপার মো. নুরুল আমিন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শরীর খারাপ লাগছে জানিয়ে আতিক ছুটি নেয়। পরে সে মাদ্রাসার আবাসিক ভবনের দোতলায় নিজ কক্ষে ফিরে যায়। যাওয়ার সময় সহপাঠীদের আধঘণ্টা পর খালার বাড়ি যাওয়ার জন্য তাকে ডেকে নিতে বলে।
নুরুল আমিন বলেন, ক্লাস শেষে সহপাঠীরা ডাকতে গেলে তাকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা চিৎকার করলে তিনিসহ অন্য শিক্ষকেরা সেখানে ছুটে যান। পরে বিষয়টি জানালে দুপুরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নুরুল আমিন আরও বলেন, ‘আতিক খুব মেধাবী ছাত্র ছিল। তার আচরণও ছিল অমায়িক। কী কারণে সে এ ধরনের কাজ করল, বুঝতে পারছি না।’
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাব্বির হোসেন বলেন, খবর পেয়ে তিনি মাদ্রাসার দ্বিতল ভবনের একটি কক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।