হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ১

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির চালক পালিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরী হাইওয়ে থানার পুলিশের পরিদর্শক সাইফুল আলম। 

পরিদর্শক সাইফুল আলম জানান, সকালে হিজলিয়া এলাকায় টেকনাফগামী ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং আহত অবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মো. মহিউদ্দিন মহিন চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫)  ও রামু উপজেলার  ফতেঁকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নিহত একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত হাবিব উল্লাহ (৩০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদারপাড়ার নুরুল আলমের ছেলে।  তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ