হোম > সারা দেশ > বান্দরবান

পঞ্চম দফায় বাড়ল বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পঞ্চম দফায় বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম‍্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আজ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব‍্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলায় দেশি-বিদেশি সব পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে আজ জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নিষেধাজ্ঞা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে এবং ১৬ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। 

র‍্যাব, বিজিবি ও পুলিশ যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি থেকে নবপ্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম‍্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৪ নভেম্বর তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড