হোম > সারা দেশ > ফেনী

১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী থেকে অপহৃত এক কন্যাশিশুকে ১৮ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ১১ বছরের এক কন্যাশিশু পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলবে বলে বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত শিশুটি বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফেনী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। পরে বিষয়টি র‍্যাবকে জানালে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে অপহৃত শিশুটি চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনির জনৈক মো. আব্দুর রহমানের ভাড়া বাসায় অবস্থান করছে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, বুধবার রাতে র‍্যাবের একটি দল চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে আটক করে র‍্যাব। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন ওরফে রাসেল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার