হোম > সারা দেশ > ফেনী

১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী থেকে অপহৃত এক কন্যাশিশুকে ১৮ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ১১ বছরের এক কন্যাশিশু পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলবে বলে বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত শিশুটি বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফেনী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। পরে বিষয়টি র‍্যাবকে জানালে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে অপহৃত শিশুটি চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনির জনৈক মো. আব্দুর রহমানের ভাড়া বাসায় অবস্থান করছে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, বুধবার রাতে র‍্যাবের একটি দল চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে আটক করে র‍্যাব। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন ওরফে রাসেল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে। 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য