হোম > সারা দেশ > বান্দরবান

তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান ও রাঙামাটি প্রতিনিধি

আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আজ রোববার বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। 
 
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়ে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শামিম হোসেন জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকদের আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙামাটি জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। 

সম্প্রতি রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।

এর আগে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সহিংসতার কারণে বান্দরবানে ভ্রমণে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটন অব্যাহত ছিল। 

এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে একজনকে পিটিয়ে হত্যার পরদিন দীঘিনালার লারমা স্কয়ারে পাহাড়ি অধ্যুষিত বাজারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 

দুদিন পর রাঙামাটিতে পাহাড়িদের বিক্ষোভের পর গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করা হয়। এতে অনিক কুমার চাকমা নামে একজন কলেজছাত্রের মৃত্যু হয়। আহত হন অর্ধ শতাধিক। 

আঞ্চলিক পরিষদসহ পাহাড়িদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। 

এদিকে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্বত্য জেলাগুলোর হোটেল-মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট