হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোপনে আরেক বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে খুন হলেন স্বামী

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

গোপনে আরেক বিয়ে করায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায়।

নিহত মো. আলাউদ্দিন (৩৬), নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীতে দীর্ঘ সময় বসবাস করছেন। অপর দিকে গ্রেপ্তার নূরজাহানের (২৩) বাড়িও নোয়াখালীর মাইজদী এলাকায়। তাঁরা দুজন হালিশহরের বসুন্ধরা আবাসিকে মর্জিনার মার কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইটভাটায় শ্রমিক বা দিনমজুরের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছিলেন। নয় বছর আগে তার সঙ্গে নূরজাহানের বিয়ে হয়। এর আগে তিন স্ত্রীকে আলাউদ্দিন তালাক দেন।

ওসি বলেন, দেড় মাস আগে আলাউদ্দিন গোপনে আরেকটি (পঞ্চম) বিয়ে করেন। নতুন স্ত্রীকে তিনি গ্রামের বাড়িতে রাখতেন। এই বিয়ের খবর কোনোভাবে জেনে যান নূরজাহান। পরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ তৈরি হয়। এতে ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন নূরজাহান।

তিনি আরও বলেন, গতকাল রাত আড়াইটায় ঘুমানোর সময় নূরজাহান ‘দা’ দিয়ে আলাউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার ও নূরজাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছে বলে জানান তিনি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু