হোম > সারা দেশ > নোয়াখালী

মেসে থাকা সমন্বয়কেরা চড়েন ৬ কোটি টাকার গাড়িতে, হাতে ৪০ লাখের ঘড়ি: বুলু

নোয়াখালী প্রতিনিধি

বরকতউল্লা বুলু । ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বরকতউল্লা বুলু বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের শহীদেরা বাংলার চেতনার বাতিঘর। তাঁদের জীবন দিয়ে এই দেশ ফ্যাসিস্টমুক্ত করে আমাদের ঋণী করে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার একটি রেস্টুরেন্টে জুলাই–আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণকালে বরকতউল্লা বুলু এসব কথা বলেন।

বরকতউল্লা বুলু বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তাঁরা আগে হলে-মেসে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে। গায়ে দেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পরেন ৪০ লাখ টাকার ঘড়ি। তাঁদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে গেছে।

বুলু বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ২ হাজার নিহত ও ২০ হাজার ব্যক্তি আহত হন। এর মধ্যে ৮৬২ শহীদ বিএনপির নেতা-কর্মী। সেদিন তারেক রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী, উপজেলা বিএনপির সেক্রেটারি মাহফুজুল হক আবেদ , চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সেক্রেটারি মো. মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ আরও অনেকে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড