হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরের ট্রিপল মার্ডার: আট আসামির তিন দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার আদালতে হাজির হওয়া আসামিরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের হাতে গ্রেপ্তার আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা ডিবি পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে তাদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশ আট আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই পর্যন্ত সেনাবাহিনী ও র‌্যাব যৌথভাবে আটজন আসামিকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তার আট আসামির সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন রিমান্ড দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রিমান্ড শেষে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তার বক্তব্য রেকর্ড করেন বিচারক।

এর আগে গত ৬ জুলাই বিকেলে র‌্যাবের হাতে আটক ছয় আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুনানি শেষে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

অন্যদিকে, ৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকেও পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত-১১ এর বিচারক মুমিনুল হক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই সন্ধ্যায় মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ তুলে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী