হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিলা কেটে সাবাড়, বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে পরিবেশের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি সংবাদদাতা

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে কেটে ফেলা টিলা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে টিলা কাটার ঘটনায় বিএনপির নেতাসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার ( ১০ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ভূজপুর থানায় এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী (৫০), সহদপ্তর সম্পাদক মামুনুর রশীদ (প্রকাশ পোলট্রি মামুন) (৩৬), মো. সিরাজুল ইসলাম (৫৫), মো. শাহাদাত হোসেন (প্রকাশ ভাগিনা শাহাদাত) (৩২) ও মিয়া সওদাগর (৫৫)। তাঁরা দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।

এর আগে গত ২৯ অক্টোবর আজকের পত্রিকায় ‘টিলা কেটে সাবাড় বিএনপির নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, দাঁতমারা ইউনিয়নের সোনারখিল মৌজার অধীন বালুখালী চামাঘোনা মনাইয়ার দোকান এলাকায় ইউনিয়ন বিএনপির সহদপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে টিলা কাটার কার্যক্রম চলছে। মামুন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। টিলার মাটি ট্রাকে করে নেওয়া হচ্ছে স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন ওরফে ভাগনে শাহাদাত ও গাছ ব্যবসায়ী মিয়া সওদাগরের ফসলি জমি ও বাড়ি ভরাটের কাজে। গত এক সপ্তাহ ধরে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে প্রকাশ্যে সরকারি খাস অধিভুক্ত টিলা কর্তন ও পাচার করলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। গত ২৬ অক্টোবর রাতে টিলা কাটার সময় মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামের এক শ্রমিক নিহত হন। এরপরই এলাকাবাসী অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে সোচ্চার হন।

মামলার বাদী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া নির্বিচারে পাহাড়-টিলা কর্তন করে পরিবেশ ও প্রতিবেশগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি করছেন বিবাদীরা; যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(খ) ও ১২ ধারা, যা উক্ত আইনের ধারা ১৫-এর উপধারা ১-এ বর্ণিত টেবিলের ক্রমিক ৫ ও ১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধারা অব্যাহত থাকবে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির