হোম > সারা দেশ > কুমিল্লা

২৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র রনির

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামের ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন রনির (১৬) নিখোঁজ হয়েছেন গত ৫ আগস্ট। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় গত ২৩ আগস্ট লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের আহছান উল্লাহর ছেলে। 

নিখোঁজ রনির মা হনুফা বেগম জানান, ‘রনি ধানওড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ৫ পারা কোরআন হেফজ্ করেছে। ছুটিতে বাড়ি আসার পর গত ৪ আগস্ট সকালে সে মাদ্রাসায় যায়। ৯ আগস্ট আমাদের বাড়ির দুটি ছেলে মাদ্রাসার পাশ দিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রনির খোঁজ করে। এ সময় অন্যান্য ছাত্ররা রনি মাদ্রাসায় নেই বলে জানায়। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ মাদ্রাসায় গেলে শিক্ষকেরা জানান, ৫ আগস্ট সকাল ৮টার দিকে সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি।’ 

এ বিষয়ে ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, তোফাজ্জল হোসেন রনির জ্বর হওয়ায় ১ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে যায়। ৪ আগস্ট মাদ্রাসায় ফিরে এসে অসুস্থতার কারণ দেখিয়ে পরদিন ৫ আগস্ট শুক্রবার সকালে ছুটি নিয়ে সে আবার বাড়ি যায়। ৩-৪ দিন পরও ফিরে না আসায় অভিভাবকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ৫ দিন পর অভিভাবকেরা মাদ্রাসায় এসে তার কাপড়চোপড় নিয়ে যান। 

এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘নিখোঁজের বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। সে আলোকে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছি।’ 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু