হোম > সারা দেশ > বান্দরবান

৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

থানচিতে মডেল মসজিদ নির্মাণে কাজ চলছে কচ্ছপগতিতে। যথাযথ তদারকি ও জবাবদিহি না থাকায় সাত বছরেও কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচি উপজেলায় সরকারি মডেল মসজিদ নির্মাণে সাত বছর পার হলেও এখনো কাজ শেষ হয়নি। গণপূর্ত বিভাগের পর্যাপ্ত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ নিজেদের মতো করে ধীরগতিতে কাজ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে মসজিদ উদ্বোধন ও নামাজ আদায় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মুসল্লিদের মধ্যে।

জানা যায়, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরে থানচি উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২২ সালে গিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর একাধিকবার সময় বাড়ানোর পরও এখন পর্যন্ত কাজের অনেক কিছুই বাকি রয়ে গেছে।

সম্প্রতি সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, তিনতলাবিশিষ্ট ভবনের টাইলস লাগানো, রং করা, প্লাস্টার, স্যানিটারি ফিটিংস, পানির লাইন-সংযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসমাপ্ত। স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণে নিম্নমানের বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে। অনেক সময় প্রকৌশলীর উপস্থিতি ছাড়াই ছাদের ঢালাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

থানচি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আনিচ উল্লাহ মোবারক বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এত দেরিতে বাস্তবায়ন হচ্ছে কেন? কার গাফিলতিতে এ বিলম্ব, তা খতিয়ে দেখা উচিত।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘পাশের উপজেলাগুলোর—আলিকদম, লামা ও রোয়াংছড়ির মডেল মসজিদ উদ্বোধন হয়ে গেছে। অথচ আমাদের থানচিতে কাজই শেষ হয়নি। এতে আমরা বঞ্চিত হচ্ছি।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ফারুক এন্টারপ্রাইজের মালিক ফারুক আহম্মদ বলেন, ‘করোনা পরিস্থিতি ও দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে নির্মাণসামগ্রী পরিবহন ও শ্রমিক পাওয়া কঠিন ছিল। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।’

এ বিষয়ে গণপূর্ত বিভাগের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘করোনাকালে কারণে ভূমি অধিগ্রহণ, স্থান নির্ধারণসহ নানা কারণে কাজ পিছিয়েছে। জমিসংক্রান্ত কিছু জটিলতা ছিল, তা কেটে গেছে। দ্রুত রুমা ও থানচির মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা