হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে পরিবহনচালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছি; কিন্তু কোনা কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘লক্ষ্মীপুর-মুজচৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারান। এর মধ্যে বেশির ভাগই অবৈধভাবে চলাচলকারী ডাম্প ট্রাকের চাপায় মারা যান। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ডাম্প ট্রাক বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কে অবৈধ যানবাহন যেন চলতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক