হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে পরিবহনচালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছি; কিন্তু কোনা কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘লক্ষ্মীপুর-মুজচৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারান। এর মধ্যে বেশির ভাগই অবৈধভাবে চলাচলকারী ডাম্প ট্রাকের চাপায় মারা যান। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ডাম্প ট্রাক বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কে অবৈধ যানবাহন যেন চলতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার