হোম > সারা দেশ > বান্দরবান

চিন্ময় ব্রহ্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার সব সনাতনী সংগঠনের ব্যানারে বিক্ষোভ হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা। আজ শুক্রবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার সব সনাতনী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় নেতা ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। দ্রুত এই মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বক্তারা এই সময় আরও বলেন, দেশে কোনো পটপরিবর্তন হলে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর নানাভাবে জুলুম ও অত্যাচার শুরু হয়। এই সময়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে। একই সঙ্গে সনাতনীরা যেন স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন, সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

সমাবেশ থেকে আয়োজকদের পক্ষে সুমন দাশ বলেন, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের উত্থাপিত আটটি দাবি অবিলম্বে সরকারকে মেনে নিতে হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান ইসকনের চিন্ময় কৃষ্ণসহ ১৮ জন ও অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুন্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারীসহ আরও বেশ কয়েকজনের সনাতন ধর্মাবলম্বী নেতাদের নাম রয়েছে। এই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ