হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুটি ভোটকেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে নগরীর বন্দর ও খুলশী থানা এলাকার ভোটকেন্দ্র দুটিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে একটিতে স্কুলে রাখা বই, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

আগুন দেওয়া ভোটকেন্দ্র দুটি হলো নগরীর বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খুলশী থানার হলি ক্রিসেন্ট হাসপাতালসংলগ্ন ডিজেল কলোনি ইউসেপ স্কুল (ডাব্বা স্কুল)।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের মজুমদার বলেন, ‘বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডে নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে বা কারা গভীর রাতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘খুলশী এলাকায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কোনো খবর আমি পাইনি। কেউ ভুয়া তথ্য ছড়িয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শামীম মিয়া আজকের পত্রিকাকে বলেন, বন্দর থানার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে ভোর ৫টার দিকে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এর আগেই বই, কাগজপত্রসহ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ টাকার মালামাল।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প