হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’

সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্‌রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।

আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।

এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।

এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু