হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অর্থ বরাদ্দে অনিয়ম ও খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি 

অর্থ বরাদ্দে অনিয়ম এবং খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় অর্থ বরাদ্দে অনিয়ম এবং বিশেষ প্রকল্প কর্মসূচির খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদের দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ভিক্তর ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রুমেল চাকমা, ত্রিপুরা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি কিনারাম ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্যশস্য ও আপৎকালীন অনুদান বরাদ্দের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া না হলে কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হবেন। এ ছাড়া প্রয়োজন হলে বৈসাবি উৎসব বর্জন করার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যুক্ত হয়। এতে ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড