হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অর্থ বরাদ্দে অনিয়ম ও খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি 

অর্থ বরাদ্দে অনিয়ম এবং খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় অর্থ বরাদ্দে অনিয়ম এবং বিশেষ প্রকল্প কর্মসূচির খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদের দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ভিক্তর ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রুমেল চাকমা, ত্রিপুরা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি কিনারাম ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্যশস্য ও আপৎকালীন অনুদান বরাদ্দের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া না হলে কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হবেন। এ ছাড়া প্রয়োজন হলে বৈসাবি উৎসব বর্জন করার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যুক্ত হয়। এতে ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন