হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে আগুনে ৯ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি

আগুনে পুড়ছে আমিশাপাড়া বাজারের দোকান। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ছোট-বড় ৯টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বাজারের প্রায় বেশির ভাগ দোকান বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর উত্তর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখে নিয়ন্ত্রণের জন্য আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে চৌমুহনী ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এর আগে বাজারের মুদি ও চা-দোকানসহ ছোট-বড় প্রায় ৯টি দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা