হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবুল আক্তারের মামলায় তাঁকেই গ্রেপ্তার দেখানোর আবেদন পিবিআইয়ের

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলায় তাঁকেই গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে মামলাটির তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

আজ রোববার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ বিষয়ে বাবুলের উপস্থিতিতে শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ঠিক করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

গত বছর ৩ নভেম্বর বাবুলের করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। বাবুলের শ্বশুরের করা মামলাটিও একই সংস্থা তদন্ত করছে। এই মামলায় বাবুল ১৭ মে থেকে কারাগারে আছেন। 

 ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুলবাসে তুলে দিতে জিইসির মোড়ে যাচ্ছিলেন। সে সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই মামলায় গত বছরের ১২ মে আদালতে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। 

একই দিন বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা