হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়কের পাশে নারীর সন্তান প্রসব, হাসপাতালে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ব্যস্ততম একটি সড়কের পাশে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। আজ শুক্রবার নগরীর দেওয়ানহাট মোড়ে সড়ক বিভাজকের পাশে ওই নারী সন্তান প্রসব করেন।

তাৎক্ষণিক সড়কের অদূরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তায় মা ও নবজাতককে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জাহিদুর রহমান বলেন, দুপুরের দিকে তিনি দেওয়ানহাট ট্রাফিক বক্সে বসে ছিলেন। এ সময় একজন এসে তাঁকে সড়কে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসবের খবর দেন।

তিনি বলেন, ‘তখন আমি ও আমাদের এক কনস্টেবল সেখানে গিয়ে ওই নারীকে ছাতা দিয়ে ঘিরে রাখি। নারী কনস্টেবল না থাকায় পথচারী নারীদের সহায়তার কথা বললেও শুরুতে কেউ এগিয়ে আসেনি। অনেক অনুরোধের পর দুজন এগিয়ে আসেন।’

পরে চট্টগ্রাম জেলা পুলিশের একটি খালি অ্যাম্বুলেন্স থামিয়ে সহায়তাকারী নারীসহ মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রামে নির্বাচনী লড়াই: রক্তাক্ত রাউজানে গিয়াসই প্রার্থী

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন