হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ বছর পালিয়ে ছিলেন নাশকতা মামলার আসামি জামায়াত নেতা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্রেপ্তার এড়াতে ১০ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার হয়েছেন নাশকতাসহ ১৬ মামলার আসামি জামায়াত নেতা মো. আজাদ (৪৫)। আজ শুক্রবার ভোরে উপজেলার পৌর সদরের পশ্চিম আমিরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সীতাকুণ্ডের পূর্ব আমিরাবাদ এলাকার মৃত মীর হোসেনের ছেলে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার। তিনি বলেন, ‘গ্রেপ্তার আজাদ একসময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত ১৩-১৪ সালে মহাসড়কে নাশকতাসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। ওই সময়ে তাঁর বিরুদ্ধে মহাসড়কে নাশকতাসহ নানা অপরাধের ঘটনায় ১৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া দুটি মামলায় তাঁর সাজার রায় ঘোষণা করা হয়েছে।’ 

এসআই রাজীব আরও বলেন, ‘মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে জামায়াত নেতা আজাদ ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ (শুক্রবার) তাঁর অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ