হোম > সারা দেশ > কুমিল্লা

চালকের আসনে হেলপার, বাস পুকুরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাস পুকুরে পড়ে হারেছ মিয়া (৫০) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। আজ শনিবার সকালে কুমিল্লা-হাসানপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার রায়কোট গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও মৃত ব্যক্তির স্বজনেরা জানান, আজ সকালে হাসানপুর থেকে কুমিল্লাগামী গাড়িটির চালকের সিটে হেলপার বসেই যাত্রা শুরু করেন। মৌকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহর মালিকানাধীন ওই বাসের মালিক। মৎস্য ব্যবসায়ী হারেছ মিয়া মৌকরা গ্রাম থেকে ওই বাসে ওঠেন। বাসটি বিরুলী গ্রামের মসজিদের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চারজন যাত্রী ছিলেন। অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও হারেছ মিয়া আটকা পড়েন। পরে ক্রেন দিয়ে বাসটি তুললে হারেছ মিয়ার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদারের বাড়িতে রাখেন। 

স্থানীয় লোকজনের অভিযোগ, কুমিল্লা থেকে বাঙ্গড্ডা হয়ে হাসানপুর সড়কে চলাচলের জন্য একমাত্র বাস ‘শাহ আলী সুপার’। এই নামের অধিকাংশ গাড়ি সড়কে চলাচলের অনুপযোগী। এ সড়কের বাসচালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই। তা ছাড়া গাড়িগুলো কুমিল্লা থেকে বাঙ্গড্ডা এলেই চালকেরা নেমে যান। বাঙ্গড্ডা থেকে হাসানপুর ও আবার ফেরার পথে সড়কের এ অংশে গাড়ি চালান হেলপাররা। যার ফলে প্রতিনিয়তই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। 

স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক জিতু, সাইফুল ইসলাম ও সমাজসেবক নাছির উদ্দিন মজুমদার জানান, এ সড়কের অধিকাংশ চালক ও হেলপার মাদকাসক্ত। তা ছাড়া কয়েকজন ছাড়া কারও নেই ড্রাইভিং লাইসেন্স। বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগ প্রত্যাশা করেন তাঁরা। যদি এ ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে এ দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে জানান তাঁরা। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে আছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল