হোম > সারা দেশ > বান্দরবান

ম্রোপাড়ায় আগুন: ১৮ দিনেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’

৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা